প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,৬ ডিসেম্বর,,
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর তৃতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেবেন্দ্র ফড়ণবীস । মহারাষ্ট্রের টানা ছয় বারের বিধায়ক তিনি। আগে দুইবার মুখ্যমন্ত্রী থেকেছেন। অনেক জল্পনা কল্পনার পর বৃহস্পতিবার তিনি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে এবং অজিত পওয়ার। এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বলিউডের এক ঝাঁক তারকা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। শপথ গ্রহণের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।