Home জাতীয় খবর মসজিদের ভেতর ইমামের মৃত্যুতে রহস্য ধর্মনগরে !

মসজিদের ভেতর ইমামের মৃত্যুতে রহস্য ধর্মনগরে !

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, ধর্মনগর,, ১৯ সেপ্টেম্বর,,

ধর্মনগরে মসজিদের ভেতরে একজন ইমামের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রাথমিকভাবে মসজিদের ভেতর বিদ্যুৎ ছোবলে ইমামের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও বিষয়টির কোন সত্যতা প্রমাণিত হয়নি।ফলে অনেকেই এই মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। এই ঘটনা ধর্মনগর মহকুমার পূর্ব বটরসির উত্তর জামে মসজিদে। মৃত ইমামের নাম ইসলাম উদ্দিন( ৫০) বাড়ি আসামের বারইগ্রাম এলাকায়।

(ঘটনার বিস্তারিত দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

ঘটনার বিবরণ দিতে গিয়ে মসজিদ কমিটির সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন জানান মৃত ইসলাম উদ্দিন কিছুদিন আগে এই মসজিদের ইমাম হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। ইমাম সাহেবের জন্য প্রতিদিন এলাকার বাড়িঘর থেকে মসজিদে খাবার পৌঁছানো হতো। বুধবার রাতের নামাজের পর সবাই ইমাম সাহেবকে সুস্থ দেখেছিলেন। বৃহস্পতিবার সকালে সম্পাদকের ছোট ছেলে মসজিদে ইমামের জন্য খাবার নিয়ে যায়। কিন্তু ইমাম সাহেব কোন সাড়া দেননি। দরজার পাশ দিয়ে দেখা যায় তিনি মাটিতে পড়ে আছেন এবং তার বুকে কিছু বিদ্যুতের তার রয়েছে। তখন এসে আশেপাশের লোকেদের ডেকে এনে দরজা খুলে ভিতরে ইমাম সাহেবকে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ইমাম সাহেবকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মসজিদের ভেতর ইমামের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এবং শোক তৈরি হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version