প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৯ সেপ্টেম্বর,,
বুধবার রাতে রাজধানীর পৃথক পৃথক জায়গায় অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার মাদক উদ্ধার করল এনসিসি থানার পুলিশ এবং পশ্চিম থানার পুলিশ। এনসিসি থানার জিবি ফাঁড়ির ওসি রাজু বৈদের নেতৃত্বে পুলিশ বুধবার রাতে অভিযান করে নন্দননগর খাকচাঙ কমপ্লেক্সে। জনজাতিদের নিয়ে সুপরিচিত এই কমপ্লেক্সের ভেতরে একটি পরিত্যক্ত ঘরে উদ্ধার হয় প্রায় সাড়ে পাঁচ হাজার নিষিদ্ধ কফ সিরাপের বোতল। পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এনসিসি মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত বর্মন। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩৫টি বস্তার ভেতরে সাড়ে ৫ হাজারের বেশি নিষিদ্ধ কফ সিরাপ তথা মাদক উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সেই সমস্ত মাদক সামগ্রী বাজেয়াপ্ত করে এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। অন্যদিকে পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। এসডিপিও দাবি করেছেন একটি নির্মীয়মান বিল্ডিং এর পাশে পরিত্যক্ত ঘরে এদিন সন্ধ্যার পর কেউ গাড়ি থেকে এসব মাদক সামগ্রী আনলোড করেছিল। খবর পেয়ে পুলিশ এসে সেগুলো উদ্ধার করেছে। নির্মীয়মান সেই বহুতলের মালিক রাজ্য প্রশাসনের একজন আধিকারিক। তিনি দাবি করেছেন তিনি এই বিষয়ে কিছু জানেন না। তাই পুলিশ সেই আধিকারিকের নাম প্রকাশ্যে আনেন নি। ফলে বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে।
অন্যদিকে এই দিন রাতে পশ্চিম থানার রামনগর ফাঁড়ি পুলিশ বড়জলা টি আর টি সির সামনে থেকে ১০০ গ্রাম ব্রাউন সুগার সহ রাজীব দত্ত নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রাজীব দত্তের কাছ থেকে নয়টি ছোট স্পাউচে ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পুলিশ এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা নিয়ে রাজীব দত্তকে গ্রেফতার করেছে। রাজীব দত্তের বাড়ি কমলা সাগর নতুন কলোনিতে।
অন্যদিকে দুর্গোৎসবের প্রাক্কালে রাজ্যে বিপুল পরিমাণ মাদক মজুদ হওয়ার ঘটনা ইতিমধ্যেই কয়েকবার সংবাদে প্রকাশিত হয়েছে। সেসব সংবাদের ফলে এবার উৎসবের মুখে শহরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনা জানান দিচ্ছে মাদক কারবারিরা এখনো সক্রিয় রয়েছে। অভিযোগ প্রভাবশালী রাজনৈতিক দল এবং পুলিশকে সঙ্গে নিয়েই উৎসবের বাজারে রাজ্যে বিপুল পরিমাণ মাদক মজুদ করা হয়েছে। পুলিশ মূলত আই ওয়াশের জন্য মাঝেমধ্যে কিছু মাদক সামগ্রী ধরে লোক দেখানো নাটক করছে।