প্রতিধ্বনি প্রতিনিধি,,সাব্রুম,, ২৩ জুন,,
সাব্রুমের মনু-বনকুল ধর্মাদীপা(বেসরকারি) স্কুলের এক শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্য তৈরি হয়েছে। মৃত শিক্ষিকার নাম সপ্না চাকমা (৩২)। শিক্ষিকার বাড়ি কাঞ্চনপুরে। তিনি চাকরি সূত্রে মনু বনকুল ধর্মাদীপা স্কুলের পাশে নব ত্রিপুরার বাড়িতে ভাড়া থাকতেন। সেই বাড়িতেই রবিবার সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের গলায় ফাঁসি লাগানো থাকলেও অনেকটা রহস্যজনক অবস্থায় দেহটি মেঝের উপর হাঁটু গেড়ে বসানো অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীর বিবরণ। মৃতদেহ উদ্ধারের পর একাংশ এটিকে পরিকল্পিত খুন বলে অভিযোগ তুলেছেন। খবর পেয়ে মনু-বনকুল আউট পোস্ট থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। পুলিশ ঘটনাস্থলে ফরেনসিক টিম নিয়ে আসে। প্রাথমিক তদন্তের পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের দাবি ফাঁসিতে আত্মহত্যার পর মৃতদেহ ভারী হয়ে মেঝের উপর নেমে গিয়েছিল। পুলিশের ধারণা একটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশের বিবরণ। পুলিশ আপাতত এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। ভাড়া বাড়িতে ঘরের মধ্যে সুন্দরী স্কুল শিক্ষিকার ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে পুরো মনু-বনকুল জুড়ে চাঞ্চল্য রয়েছে।
😓😓😓
ধন্যবাদ