প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২ আগস্ট,,
ভালোবাসার অপরাধে নাবালককে পিটিয়ে আত্মহত্যায় বাধ্য করল তার নাবালিকা প্রেমিকার পরিবার। এই ঘটনা আগরতলার ইন্দ্র নগরে। বৃহস্পতিবার রাতে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ইন্দ্রনগর এলাকার ১৫ বছরের নাবালক তুষার দেবের। তুষার দেব গত ২৫ জুলাই নিজের বাড়িতে কীটনাশক ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীকালে তাঁকে জিবি হাসপাতালে ভর্তি করা হলে তাঁর মৃত্যু হয়েছে। তুষার দেবের মায়ের অভিযোগ আগরতলার এক নাবালিকা মেয়ের সাথে তাঁর ভালোবাসার সম্পর্ক ছিল। সেই অপরাধে মেয়ের পরিবারের লোকেরা তাঁকে বাড়িতে ডেকে নিয়ে প্রচণ্ড ভাবে মারধর করে এবং অপমান করে। সেই অপমান সহ্য করতে না পেরে তুষার দেব আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এই ঘটনায় নাবালিকা মেয়ের পরিবারের লোকেদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলেছেন মৃতের পরিবার।