Home খেলার খবর ভার উত্তোলনে সাফল্য ত্রিপুরা দলের। উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক প্রতিযোগিতায় ছিনিয়ে আনলো ১স্বর্ণ...

ভার উত্তোলনে সাফল্য ত্রিপুরা দলের। উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক প্রতিযোগিতায় ছিনিয়ে আনলো ১স্বর্ণ সহ মোট ১২টি পদক।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৭ জানুয়ারি,,

নর্থইস্ট ওপেন পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ প্রতিযোগিতায় সাফল্য পেল ত্রিপুরা দল। মহিলা এবং পুরুষ বিভাগ মিলিয়ে ত্রিপুরার খেলোয়াড়রা ১টি স্বর্ণ পদক সহ মোট ১২টি পদক পেয়েছেন। ৫ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত শিলচরে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা। ত্রিপুরার কোচ দুলাল কর্মকারের নেতৃত্বে একটি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

প্রতিযোগিতায় মহিলাদের ৮৪কেজি উর্ধ্ব বিভাগে স্বর্ণপদক পেয়েছেন অনুপ্রমা সাহা। এছাড়া মহিলাদের ৪৭ কেজি বিভাগে রূপ্য পদক পেয়েছেন সিমরান আক্তার, ৫৭ কেজিতে নন্দিতা সূত্রধর, ৭৬ কেজিতে লক্ষ্মী রানী সরকার, ৮৪ কেজিতে তনুশ্রী পাল। পুরুষ বিভাগে রূপ্য পদক পেয়েছে জয় পাল, অমরজিৎ দাস, শিব শংকর সেন, কল্লোল দাস রায়, এবং পলাশ শীল। এছাড়াও ব্রোঞ্জ পদক পেয়েছেন সরূপ রায় বর্মন, প্রিয়তোষ দাস। আগামীকাল ত্রিপুরা দল রাজ্যে ফিরে আসবে বলে জানা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version