প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,৩০ জুন,,
টি-টোয়েন্টি বিশ্বকাপের জয়ের আনন্দ উল্লাসের মধ্যেই আগরতলায় দ্রুতগামী বাইক এবং স্কুটির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল একটি যুবকের। শনিবার রাত বারোটা নাগাদ এই দুর্ঘটনা আগরতলা লক্ষ্মী নারায়ণ বাড়ি রোডে শেরওয়ালী মিষ্টির দোকানের সামনে । দুর্ঘটনায় বাইক এবং স্কুটি চালক রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পরে যায়। পরে পথ চলতি এক মেডিকেল পড়ুয়া ছাত্র গুরুতর আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ এসে অন্য আহতকে হাসপাতালে পাঠায়। এই দুর্ঘটনায় হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম রনি সূত্রধর বাড়ি ক্যাম্পের বাজার বলে জানা গেছে। অন্যদিকে রাতুল বনিক গ্রামে জয়নগরের আহত যুবক জিবি হাসপাতালে ভর্তি আছে।দুর্ঘটনায় হতাহতের খবরে ভারতীয় ক্রিকেট দলের জয়ের উচ্ছ্বাসের আনন্দের মধ্যে ভাটার টান পরে।