সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২০ অক্টোবর,,
বাপের বাড়িতে থাকা ছোট বোনকে স্বামীর অত্যাচার থেকে রক্ষা করতে গিয়ে বোনের জামাই-র হাতে খুন হলেন এক শ্যালক(স্ত্রীর বড় ভাই)। চাঞ্চল্যকর এই ঘটনা বৃহস্পতিবার রাতে জিরানিয়া থানাধীন মুসলিম পাড়াতে। মৃত শ্যালকের নাম সফর আলী (৩৭)। অভিযুক্ত বোনের জামাইয়ের নাম শরীফ হোসেন (৩২)। পুলিশ অভিযুক্ত শরিফ হোসেনকে খুনের দায়ে গ্রেফতার করেছে। ঘটনা বিবরনে জানা গেছে নয় বছর আগে শরীফ হোসেনের বিয়ে হয়েছিল সফর আলীর ছোট বোনের সাথে। গত কয়েক বছর যাবত শরীফ হোসেন শ্বশুরবাড়িতেই ঠিকানা গড়ে ছিলেন। সেখানে তিনি প্রায়ই মদের নেশায় নিজের স্ত্রীকে প্রচন্ড মারধর করতেন। চোখের সামনে প্রতিদিন নিজের ছোট বোনের উপর এই অত্যাচার সহ্য করতে পারেনি সফর আলী। বৃহস্পতিবার রাতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে তিনি গিয়ে শরিফকে বাধা দেন এবং বোনের রক্ষা করেন। এতেই প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে শরীফ হোসেন। সে ঘরের ভেতর থেকে ধারালো ছুরি বের করে এনে পরপর আঘাত করে সফর আলীর উপর। ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন সফর আলী। রক্তাক্ত অবস্থায় বাড়ির লোকজন তাকে প্রথমে জিরানিয়া এবং পরবর্তীকালে জিবি হাসপাতালে নিয়ে যায়। জিবি হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় রাতেই মৃত্যু হয় সফর আলীর। মৃতের পরিবারের অভিযোগ মূলে জিরানিয়া থানার পুলিশ এই ঘটনায় খুনের মামলা নিয়েছে এবং অভিযুক্ত শরিফ হোসেনকে গ্রেফতার করেছে।