সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,, ৭ ডিসেম্বর,,
বিশালগড় বাইপাস সড়কে ক্রম বর্ধমান অপরাধের ঘটনা লাগাম টানতে ব্যর্থ হচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের ব্যর্থতায় চুরি ,ছিনতাই সহ অন্যান্য অপরাধের ঘটনায় বদনাম হচ্ছে গোটা বিশালগড় মহকুমা। অবশেষে পরিস্থিতি শুধরাতে মাঠে নামলেন খোদ বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব। বিধায়ক সুশান্ত দেব বুধবার রাতে বাইপাস সড়কে টহলে নামেন।
তিনি এলাকার প্রবীণ তথা অভিভাবক স্তরের নাগরিকদের সঙ্গে নিয়ে বাইপাস সড়কের স্পর্শকাতর এলাকা গুলিতে সন্ধ্যার পর পায়ে হেঁটে টহল দেন। বিভিন্ন বাজার এবং মোড়ে গিয়ে স্থানীয় ব্যবসায়ী এবং নাগরিকদের সঙ্গে কথা বলেন। বাইপাস সড়কের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য নাগরিকদের সচেতন করেন বিধায়ক। চালু হওয়ার পর থেকেই বিশালগড় বাইপাসে সংঘটিত অপরাধের ঘটনায় পুলিশ যখন চূড়ান্ত ব্যর্থ ,তখন বিধায়কের এই প্রচেষ্টা অপরাধ দমনে কতটা সহযোগী হবে তার অপেক্ষায় রয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক মহল।