সংবাদ প্রতিনিধি,, বক্সনগর,,৬ ডিসেম্বর,,বক্সনগর কলমচৌড়া থানা এলাকায় গাঁজা বাগান ধ্বংস করতে গিয়ে ফের প্রতিরোধের মুখে পড়তে হলো পুলিশকে। মাদক চাষীদের একাংশের সঙ্গবদ্ধ প্রতিরোধের মুখে রীতিমতো লেজ গুটিয়ে পালিয়ে আসে কলমচৌড়া থানার ওসি প্রশান্ত কুমার দে-র নেতৃত্বে পুলিশ এবং বিএসএফের একাংশ। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দায়িত্ব হাতে নেওয়ার পর থেকেই নেশা মুক্ত সমাজ গঠনের স্বপ্ন দেখছেন। অথচ সেই মুখ্যমন্ত্রীর অধীনে থাকা স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ মাদক চাষীদের প্রতিরোধে পালাতে বাধ্য হচ্ছেন।
এই ঘটনা মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন স্বরাষ্ট্র দপ্তরের দুর্বলতাকে সামনে তুলে দিয়েছে বলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন যাবতই আন্তর্জাতিক সীমান্তবর্তী কলমচৌড়া থানার উত্তর কলমচৌড়া এলাকায় গাঁজা চাষ হচ্ছে। অভিযোগ পুলিশকে নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে শাসকদলের একাংশের মদতে মাদক কারবারীরা স্থানীয় চাষীদের দিয়ে গাঁজা বাগান করছে। দীর্ঘদিন ধরে এই মাদক চাষ চললেও হঠাৎ করেই উপর মহলের চাপে মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযানে নামেন কলমচৌড়া থানার পুলিশ। থানা পুলিশের নেতৃত্বে বুধবার স্থানীয় বাগান বাড়িতে গাঁজা বাগান কাটতে যায় পুলিশের একটি দল। অভিযানে পুলিশের সঙ্গে বিএসএফ এবং মহিলা পুলিশ ছিল।

অভিযানে গিয়ে গোটা পঞ্চাশ গাঁজা গাছ কাটতেই এলাকার একাংশ দা লাঠি এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে পুলিশের অভিযানে প্রতিরোধ তৈরি করে। তারা প্রথমে পুলিশকে বাঁধা দেয় এবং পরে আক্রমনাত্মক হয়ে ধাওয়া করে । সঙ্গবদ্ধ প্রতিরোধের মুখে ওসি প্রশান্ত দে-র নেতৃত্বে থাকা পুলিশ দল লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায় মানিক্যনগর।
সেখান থেকে পালিয়ে গিয়ে পুলিশের একাংশ সফল গাঁজা বিরোধী অভিযান হয়েছে বলে দাবি করলেও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা প্রকৃত সত্য সামনে খোলাসা করে দেন। পাশাপাশি গাঁজা ক্ষেত ধ্বংস করতে গেলে স্থানীয়দের প্রতিরোধের কিছু ভিডিও সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়ে পড়ে। এই ঘটনায় পুলিশের দুর্বলতার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। একাংশের অভিযোগ গাঁজা বাগান ধ্বংসের অভিযান এবং প্রতিরোধ সবটাই হয়েছে থানা পুলিশের পূর্ব পরিকল্পনায়। মাদক কারবারীদের কাছ থেকে মোটা অংকের কমিশন নেওয়া একাংশ পুলিশ আধিকারিক নিজের দপ্তরকে বোকা বানাতে গোটা নাটক মঞ্চস্থ করেছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে থানা পুলিশের ব্যর্থতার কারণ অনুসন্ধানের দাবি তুলেছেন কলমচৌড়া এলাকার সাধারণ নাগরিক মহল।