প্রতিধ্বনি প্রতিনিধি,, ধর্মনগর,, ১৯ নভেম্বর,,
ত্রিপুরাকে করিডোর করে জারি রয়েছে ভারতে বাংলাদেশীদের অনুপ্রবেশ। সোমবার সন্ধ্যার পর ধর্মনগর থেকে পুলিশ আটক করলো দুই বাংলাদেশি নাবালিকা এবং এক যুবতীকে। তাদেরকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফুঁসলিয়ে পশ্চিমবঙ্গের এক যুবক আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে এনেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগরতলা থেকে তারা বহিরাজ্যে পাড়ি দিতে চেয়েছিল। ধর্মনগরে রেল স্টেশন এলাকায় পুলিশ তাদেরকে আটক করে। জানা গেছে সোমবার সন্ধ্যা আনুমানিক পৌনে সাতটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশন এলাকায় কয়েকজন সন্দেহভাজন যুবতী ঘোরাফেরা করার খবর যায় পুলিশের কাছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে এবং মহিলা থানার পুলিশের হাতে তুলে দেয়। মহিলা পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা তিনজন বাংলাদেশী। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির এক যুবকের মদতে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় আসে। ধৃত তিনজনের মধ্যে একজন হিন্দু নাবালিকা এবং দুজন মুসলিম ।ধৃত যুবতীর নাম শর্মিলা আক্তার শাহানা (১৯)। ধৃত দুই নাবালিকার বাড়ি বাংলাদেশের খিলগাঁও দাউদাকান্দি এলাকায়। ধৃত যুবতীর বাড়ি চান্দপুর এলাকায়। ধর্মনগর থানার পুলিশ এই ঘটনায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।