প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩১ আগস্ট,,
শুক্রবার অমরপুরে বন্যা দুর্গতদের ত্রাণ সাহায্য করলো রামকৃষ্ণ মিশন । এদিন রামকৃষ্ণ মিশনের সদস্যরা অমরপুর মালপাড়া শরণার্থী ক্যাম্পে এবং নতুন বাজার ,যতনবাড়ি প্রভৃতি এলাকায় গিয়ে ত্রাণ সাহায্য করেন। প্রায় তিন হাজার কেজি চাল, ডাল চিনি লবণ, মশারি সহ একটি পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী ৫৫০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও বর্তমান বন্যা দুর্গত ত্রিপুরায় বিভিন্ন স্থানে স্বাস্থ্য শিবির থেকে শুরু করে বিভিন্ন রকম মানবিক কর্মসূচি নিয়ে পাশে রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকনগর শাখা।