Home খেলার খবর বডি বিল্ডিং এ সাফল্য ত্রিপুরার মেয়ে প্রিয়াঙ্কা চক্রবর্তী।

বডি বিল্ডিং এ সাফল্য ত্রিপুরার মেয়ে প্রিয়াঙ্কা চক্রবর্তী।

0

ক্রীড়া সংবাদ,, ৩১ মার্চ,,

বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে এবার জাতীয় স্তরে নাম উঠে আসলো ত্রিপুরার মেয়ের। আসামে অনুষ্ঠিত ৩৫ তম মিস্টার এন্ড মিস সরাইঘাট বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ স্থান অধিকার করল ত্রিপুরার প্রিয়ঙ্কা চক্রবর্তী।

শনিবার ৩০ মার্চ আসামের ডিটিআরপি ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ত্রিপুরার মেয়ে হিসেবে প্রথমবারের মতো অংশ নেয় প্রিয়ঙ্কা চক্রবর্তী। প্রিয়াঙ্কা চক্রবর্তী প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান অধিকার করেছে। এই প্রথম ত্রিপুরার কোন মেয়ে জাতীয় স্তরের ফিজিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন। প্রিয়ঙ্কা চক্রবর্তীর এই সাফল্যে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা ভেসে আসছে। ত্রিপুরার কোচ তথা ত্রিপুরা বডিবিল্ডিং অ্যাসোসিয়েশনের পদাধিকারী তনয় দাসের মাধ্যমে এই সংবাদ জানা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version