প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৫ ডিসেম্বর,,
বুধবার ২৫ ডিসেম্বর বড়দিন তথা খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। গোটা বিশ্ব তথা দেশের সাথে আমাদের রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বড়দিনের উৎসবে আনন্দে মেতে উঠেছেন। তিথি মেনে ২৪ ডিসেম্বর রাত বারোটার পর থেকেই প্রভু যীশু খ্রিস্টের জন্মক্ষন উপলক্ষে বাজি ,পটকা পুড়িয়ে বড়দিন উৎসবের আনন্দে মেতে ওঠেন ধর্মপ্রাণরা।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
রাজ্যের বরাবরের মতোই বড়দিনের সর্ববৃহৎ অনুষ্ঠান হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের অন্যতম মরিয়ম নগর ক্যাথলিক চার্চে । মরিয়মনগরে বড়দিন উপলক্ষে দুদিন ব্যাপী আনন্দমেলার আয়োজন রয়েছে। ২৫ ডিসেম্বর সকালে মরিয়ম নগর গির্জায় গিয়ে কেক কেটে বড়দিন উৎসবের সূচনা করেন এলাকার জনপ্রিয় বিধায়ক রতন চক্রবর্তী। ছিলেন বিধায়ক পত্নী বিশিষ্ট সমাজ সেবিকা, প্রাক্তন শিক্ষিকা শর্মিলা চক্রবর্তী, গির্জার ফাদার, কর্পোরেটর উওম কুমার ঘোষ, মন্ডল সভাপতি রাজেশ ভৌমিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিধায়ক রতন চক্রবর্তী মানবতা রক্ষায় প্রভু যীশু খ্রীষ্টের অবদানের কথা তুলে ধরেন।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
মরিয়মনগর ছাড়াও রাজধানী আগরতলা সংলগ্ন নন্দননগর, দুর্জয়নগর সহ বিভিন্ন এলাকায় বড়দিন উপলক্ষে উৎসবের আনন্দ রয়েছে।