Home খেলার খবর বক্সনগর অনুষ্ঠিত হবে ক্রিকেট টুর্নামেন্ট; প্রথম পুরস্কার পালসার বাইক।

বক্সনগর অনুষ্ঠিত হবে ক্রিকেট টুর্নামেন্ট; প্রথম পুরস্কার পালসার বাইক।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, বক্সনগর,, ২৩ নভেম্বর,,

আগামী ২রা ডিসেম্বর অনুষ্ঠিত(সোমবার) অনুষ্ঠিত হচ্ছে জুয়েল নাইট ক্রিকেট টুর্নামেন্ট। বক্সনগর কমলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এই নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। জুয়েল নাইট ক্রিকেট টুর্নামেন্ট কর্তৃপক্ষ আয়োজিত এই খেলায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে বাজাজ পালসার বাইক, রানার্স দলের জন্য রয়েছে সিটি১০০ বাইক। তাছাড়া প্রতিটি খেলার সঙ্গে রয়েছে ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ। খেলার এন্ট্রি ফি রয়েছে পাঁচ হাজার টাকা। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সদস্যরা 9862777898/7005514766/878784015 ফোন নম্বরে যোগাযোগ করে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version