প্রতিধ্বনি প্রতিনিধি,, সাব্রুম,,১৫ জুলাই,,
সন্ত্রাস এবং দুষ্কৃতীদের ইট বৃষ্টিকে উপেক্ষা করেই সাতচাঁদ ব্লকে গিয়ে দলীয় প্রার্থীদের মনোনয়ন দাখিল করলো বামফ্রন্ট। সোমবার কলাছড়া থেকে সাতচাঁদ ব্লক পর্যন্ত মিছিল করে বামফ্রন্ট। পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বামফ্রন্টের প্রার্থীদের নিয়ে এই মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। মিছিলে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক লাল ঝান্ডা হাতে নিয়ে ভয়কে উপেক্ষা করে অংশ নিয়েছিলেন। সিপিএমের এই মিছিলের সুরক্ষার জন্য পুলিশ এবং টিএসআরের কড়া নিরাপত্তা ছিল। অভিযোগ রাস্তার বিভিন্ন স্থানে শাসক দল আশ্রিত দুষ্কৃতিকারীরা সিপিআইএম কর্মী সমর্থকদের ভয়-ভীতি দেখানোর চেষ্টা করে। পরবর্তীকালে সাতচাঁদ ব্লকের সামনে আসলে বিজেপি দলের দুষ্কৃতিকারীরা সিপিআইএমের মিশনে ইট পাটকেল ছুড়ে বলে অভিযোগ।
দুষ্কৃতকারীদের ইট বৃষ্টিতে মিছিলটি ছত্রভঙ্গ হলেও পরে আবার সবাই ভয় উপেক্ষা করে ব্লকের দিকে চলে যান। যদিও এই ইট বৃষ্টির সময় সেখানে পুলিশ এবং টিএসআর জোয়ানরা দুষ্কৃতিকারীদের উদ্দেশ্য করে লাঠি নিয়ে ধাওয়া করে। পুলিশের তৎপরতায় সেখানে সিপিআইএমের কোন দলীয় নেতাকর্মী গুরুতর আহত হওয়ার খবর নেই। পুলিশের তৎপরতায় পরবর্তীকালে বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের পর সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন এ রাজ্যে আইনশৃঙ্খলা নেই। সংবিধান এখানে অচল। একটা জঙ্গলের রাজত্ব চলছে।তিনি বলেন শুধুমাত্র ত্রিপুরার ৪০ লক্ষ মানুষ সোচ্চার হলে হবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে, আইনের শাসন রক্ষায় তিনি গোটা দেশবাসীকে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আহবান রেখেছেন।