Home ত্রিপুরার খবর গন্ডাছড়ায় আবার আগুন! পুড়ল দোকানপাট, প্রশাসনের দাবি শর্ট-সার্কিট।

গন্ডাছড়ায় আবার আগুন! পুড়ল দোকানপাট, প্রশাসনের দাবি শর্ট-সার্কিট।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, গন্ডাছড়া,, ১৬ জুলাই,,

হিংসার আগুনে অস্থির গন্ডাছড়ায় সোমবার রাতে ফের আগুনে পোড়া গেল কিছু দোকানপাট। সোমবার রাতে গন্ডাছড়া মহকুমা সদর বাজারের মাছ বাজারের পাশে গভীর রাতে তাপস দেবনাথের দোকানে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে দুইটি দোকান সম্পূর্ণ ভশ্মীভূত হয়ে যায় । যদিও খবর পেয়ে দ্রুত দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং অনেক চেষ্টা করে আগুন নেভায়। ক্ষতিগ্রস্তরা রাতের আগুনের ঘটনাকে নাশকতামূলক আগুন বলে অভিযোগ তুলেছেন। কিন্তু ঘটনার প্রাথমিক তদন্তের পর জেলা প্রশাসনের তরফের দাবি করা হচ্ছে গত রাতের ঘটনায় কোন নাশকতা নেই।

ফায়ার সার্ভিসের আধিকারিকরা তদন্ত করে দাবি করছেন বিদ্যুৎগোলযোগে গতকাল রাতে বাজারে আগুন লেগেছিল। সেই আগুন থেকেই কিছু দোকান পুড়া গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৭ লক্ষ টাকার উপরে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এখনো প্রচুর পরিমাণ পুলিশ টিচার এবং কেন্দ্রীয় পুলিশের জোয়ান সেখানে মোতায়েন রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version