Home ত্রিপুরার খবর পুজোর বাজারে শহরে মাদক কারবারিদের আস্ফালন ! পুলিশের অভিযানে উদ্ধার ১০ লক্ষের...

পুজোর বাজারে শহরে মাদক কারবারিদের আস্ফালন ! পুলিশের অভিযানে উদ্ধার ১০ লক্ষের নেশা সামগ্রী

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৩ অক্টোবর,,,

দুর্গোৎসবের আগে রাজধানীতে প্রায় ১০ লক্ষ টাকার নেশা সামগ্রী সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করলো পূর্ব থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ব্রাউন সুগার, নেশার ট্যাবলেট, নিষিদ্ধ কফ সিরাপ সহ মোবাইল ফোন এবং অন্যান্য সন্দেহজনক সামগ্রী। সন্ধ্যায় সদরের মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানান প্রদীপ কুমার দাস ওরফে নীরু একজন কুখ্যাত ড্রাগ ডিলার হিসেবে পরিচিত। তাকেই এদিন নেশা সামগ্রী সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের কাছে খবর ছিল সে উৎসব মরশুমে শহরে মাদক কারবার করছে । গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে নেশা সামগ্রী সহ পুলিশ তাকে হাতেনাতে আটক করে । পুলিশের বিবরণ তার কাছ থেকে উত্তরা হয়েছে ৩৫ বোতল কোরেক্স, ৬৭২ টি উত্তেজক (নেশার) ট্যাবলেট, এবং ব্রাউন সুগার । সেই সাথে পুলিশ তার বাইক এবং মোবাইল বাজেয়াপ্ত করেছে। পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বিবেকানন্দ ময়দান এলাকা থেকে আরো ২ ড্রাগ ডিলারকে গ্রেফতার করে। পুলিশের দাবি উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য ১০ লক্ষ টাকা।

পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এবং মহারাজগঞ্জ ফাঁড়ি থানার ওসি মৃণাল পাল এই নেশা বিরোধী অভিযানের নেতৃত্ব দেন বলে এসডিপিও জানিয়েছেন। পুলিশ এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version