Home ত্রিপুরার খবর আগরতলা খবর দেহ মন সুস্থ রেখে নেশা মুক্ত সমাজ গড়ার বার্তা; রাজ্যব্যাপী অনুষ্ঠিত হলো...

দেহ মন সুস্থ রেখে নেশা মুক্ত সমাজ গড়ার বার্তা; রাজ্যব্যাপী অনুষ্ঠিত হলো ত্রিপুরা পুলিশের ৫ কিলোমিটার দৌড়।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২ ফেব্রুয়ারি,,

দেহ মন এবং সমাজকে সুস্থ রাখার জন্য নেশা মুক্তির বার্তা দিয়ে শুক্রবার রাজ্যব্যাপী পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৫ কিলোমিটার দৌড়। ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সকাল সাতটায় গোটা রাজ্যে জেলা থেকে শুরু করে থানা স্তরে এবং টি এস আর বাহিনীগুলোতে এই দৌড় অনুষ্ঠিত হয়।

সিপাহীজলা জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল বালক ও বালিকা বিভাগের দৌড় প্রতিযোগিতা। জেলার অন্তর্গত সবকটি থানাতেই হয় অনুরূপ কর্মসূচি।জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ঐক্যের দৌড়ে সিপাহীজলা অভয়ারণ্যের সামনে থেকে বিশালগড় মহকুমা শাসক অফিস পর্যন্ত দৌড়ে অংশ নেন জেলা পুলিশ সুপার বি.জে রেড্ডি। তাছাড়া জেলা পুলিশের উদ্যোগে পুরুষ ও মহিলা বিভাগে ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয়। সিপাহীজলা অভয়ারণ্যের সমানে থেকে শুরু হওয়া এই দৌড় শেষ হয় বিশালগড় মহকুমা শাসক অফিস চত্বরে এসে। দৌড়ে অংশ নেন জেলার পুলিশ সুপার বি.জ.রেড্ডি ,অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল ,আইপিএস প্রফেশনাল আশীষ ঠাকুর প্রমুখ । ছিলেন স্থানীয় ক্রীড়াবিদ সহ সাধারণ মানুষ। দৌড় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুলিশ সুপার বলেছেন ত্রিপুরা পুলিশের বর্ষপূর্তি উপলক্ষে আরো নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নেশামুক্ত ত্রিপুরা গড়া ও সড়ক দুর্ঘটনা হ্রাস করার ক্ষেত্রে তিনি নাগরিকদের সহযোগিতা চেয়েছেন। জেলার অন্তর্গত মোট ১০ টি থানায় প্রায় একই সময়ে হয়েছে অনুরূপ কর্মসূচি। সোনামুড়া থানা আয়োজিত দৌড়ে অংশ নিয়েছিলেন মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা ,থানার ওসি পরিতোষ দাস প্রমুখ।

অন্যদিকে আগরতলার এডি নগর পুলিশ মাঠে পশ্চিম জেলা পুলিশের উদ্যোগে “রান ফোর ইউনিটি” অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডিআইজি মনচাক ইপ্পার , এসপি কিরণ কুমার সহ অন্যান্য আধিকারিকরা। এখানে বিভিন্ন থানার পুলিশ এবং সাধারণ নাগরিকরা ৫ কিলোমিটার দৌড়ে অংশ নেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

একইভাবে ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে টি এস আর দশম বাহিনীর উদ্যোগে নেশা মুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয়। জিরানিয়া এন আই টি কলেজ সংলগ্ন টি এস আর দশম বাহিনীর সদর কার্যালয় থেকে এই দৌড়ের সূচনা করেন বাহিনীর কমান্ডান্ট আইপিএস সঞ্জয় রায়। টিএসআর এর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় আরক্ষা কর্মীসহ স্থানীয় নাগরিকরা অংশ নেন। পরবর্তীকালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

একইভাবে আগরতলা পূর্ব থানার পুলিশের উদ্যোগের শহরে ৫ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়। সেই দৌড়ে অংশ নেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এবং থানার ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জি সহ অন্যরা।সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সু-সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এধরনের কর্মসুচি ফলপ্রসূ হবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version