সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২ ফেব্রুয়ারি,,
সামান্য ঝগড়াকে কেন্দ্র করে এক দোকানদার পিটিয়ে খুন করল আরেক দোকানদারকে। চাঞ্চল্যকর এই খুনের ঘটনা রাজধানী সংলগ্ন আমতলী মধ্যপাড়া বাজারে। মৃত যুবকের নাম সায়ন ভৌমিক (২৩)। তাঁর বাড়ি বিশালগড় এলাকায়। শুক্রবার সকালে আগরতলা সাব্রুম জাতীয় সড়কের পাশে প্রকাশ্য দিবালোকে সায়নকে রড দিয়ে পিটিয়ে খুন করেছে তারই প্রতিবেশী দোকান মালিক সম্রাট দেবনাথ। স্থানীয়দের বিবরণ সায়নের কম্পিউটারের দোকান রয়েছে আমতলী মধ্যপাড়া বাজারে। সায়নের দোকানের পাশেই টায়ারের দোকান রয়েছে সম্রাট দেবনাথের। শুক্রবার দোকান খোলার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখাকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর মধ্যে ঝামেলা শুরু হয় এবং হাতাহাতি হয়। একসময় সম্রাট দেবনাথ রড/সাবল দিয়ে পিটিয়ে ঘটনাস্থলে মেরে ফেলে সায়ন কে। আশেপাশের লোকজন বিষয়টি দেখলেও সম্রাট দেবনাথ আক্রমণাত্মক থাকায় কেউ সামনে আসার সাহস পায়নি । খবর জানানো হয় পুলিশের কাছে। খবর পেয়ে আমতলী থানার পুলিশ সহ পশ্চিম জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ অভিযুক্ত সম্রাট দেবনাথকে গ্রেপ্তার করেছে।

উদ্ধার করা হয়েছে খুনের অস্ত্র। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।