প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৩ আগস্ট,,
‘এই কঠিন সময়ে ত্রিপুরার বন্যা দুর্গতদের কাঁধে কাঁধ রেখে দাঁড়িয়ে আছে, মোদি সরকার।’ ত্রিপুরার বন্যা দুর্গতদের জন্য ‘রাজ্য দুর্যোগ সহায়তা ফান্ড’ তথা এসডিআরএফ শেয়ার থেকে ৪০ কোটি টাকা মঞ্জুরী ঘোষণার পর এই অভয় দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের সামাজিক মাধ্যমে এই বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন ত্রিপুরার বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য মোদিজীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ৪০ কোটি টাকা অর্থ মঞ্জুর করেছেন। তিনি বলেন এই কঠিন সময়ের যুদ্ধে ত্রিপুরার ভাই-বোনদের কাঁধে কাঁধে রেখে দাঁড়িয়ে আছে মোদি সরকার। তিনি আরো বলেন ত্রিপুরা বন্যা দুর্গতদের উদ্ধারকার্যে ইতিমধ্যেই এনডিআরএফ, সেনা এবং সেনাবাহিনীর চারটি হেলিকপ্টার কাজে লাগানো হয়েছে ।
অন্যদিকে চার দিন বন্যা পরিস্থিতি কাটিয়ে শুক্রবার রাজ্যের সার্বিক পরিস্থিতি অনেকটা উন্নত রয়েছে। শুষ্কতা ফিরেছে আবহাওয়ায়। এদিন হেলিকপ্টারে আগরতলা থেকে বের হয়ে রাজ্যের বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বিভিন্ন স্থানে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন এবং শরণার্থী শিবির গুলোতে গিয়ে দুর্গতদের সাথে কথা বলেন তাদের ত্রাণ বন্টন ব্যবস্থার খোঁজখবর নেন। সবার সহযোগিতায় খুব শীঘ্রই দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে ত্রিপুরায় স্বাভাবিক জীবন ফিরে আসবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেছেন ।