সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,,২ মার্চ,,
এক রাতে একই বাজারে পরপর ছয়টি দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে মধুপুর বাজারে। এই চুরির ঘটনা সামনে আসতেই গোটা এলাকা জুড়ে ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে। দাবি উঠেছে পুলিশের নিরাপত্তা টহল বাড়ানোর। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার গভীর রাতে গোটা এলাকার বিদ্যুৎ শাট ডাউন করে একটি চোরের দল মধুপুর বাজারে হানা দেয় ।পরপর ছয়টি দোকানে টিনের বেড়া কেটে ভিতরে ঢুকে এবং চুরি করে। একটি ইলেকট্রনিক্স দোকান, কম্পিউটারের দোকান, হোটেল এবং সেলুনের দোকান কোন কিছুই চুরির হাত থেকে রেহাই পায়নি। সর্বমোট চার থেকে পাঁচ লক্ষ টাকার জিনিসপত্র সহ নগদ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।
শনিবার সকালে ব্যবসায়ীরা বাজারে গিয়ে চুরির ঘটনা দেখতে পান। এই দুঃসাহসিক চুরির ঘটনার পর বেশিরভাগ ব্যবসায়ী মধুপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। বাজারে অধিকাংশ সময় মধুপুর থানার কয়েকজন পুলিশ ডিউটি করেন। কিন্তু তারপরও কিভাবে বহু সংখ্যক দোকানে একসঙ্গে চোর হানা দিলেও তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। গত কয়েক মাস পূর্বেও মধুপুর বাজারে দুঃসাহসিক চুরি হয়েছিল বলে অভিযোগ। ক্রমবর্ধমান চুরির ঘটনায় নিরাপত্তার দাবিতে ব্যবসায়ী মহল আগামী দিনে থানায় ডেপুটেশন দেবেন বল জানা গেছে।