Home ত্রিপুরার খবর টিএসআইসি-র ভাইস চেয়ারম্যান করা হলো বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ রায়কে।

টিএসআইসি-র ভাইস চেয়ারম্যান করা হলো বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ রায়কে।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১৬ ফেব্রুয়ারি,,

ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে ৬ আগরতলা মন্ডলের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ রায়কে। সূত্রের দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশ্বজিৎ রায়কে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের পরিচালন কমিটিতে ডাইরেক্টর -এর পদে রয়েছেন আরো ৯ জন। রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের সচিব আইএএস কিরণ গীত্তের স্বাক্ষরিত এই নির্দেশ শুক্রবার প্রকাশিত হয়েছে।

প্রসঙ্গত ত্রিপুরা শিল্প বাণিজ্য দপ্তরের অন্তর্গত ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন তথা টিএসআইসি রাজ্যে ছোটখাটো শিল্প স্থাপনের সহায়তা করার পাশাপাশি, শিল্প উদ্যোগ এবং শিল্প পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই টিএসআইসি-র চেয়ারম্যান রয়েছেন বিধায়ক শম্ভু লাল চাকমা। কর্পোরেশনের অফিস রয়েছে অভয়নগর কুঞ্জবন এলাকায়। যদিও দীর্ঘ বাম শাসনে রাজ্যের অন্যান্য কর্পোরেশন গুলির তুলনায় এই কর্পোরেশনের কাজকর্ম কিছুটা পিছিয়ে পড়েছিল। বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর এই কর্পোরেশনের উন্নয়নে জোর প্রচেষ্টা চলছে। এর মধ্যেই শুক্রবার রাজ্য সরকারের তরফে কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান সহ পরিচালন কমিটির অধিকর্তা সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। সমাজসেবী বিশ্বজিৎ রায় ইতিমধ্যেই চন্দ্রপুর আইএসবিটি তথা আন্ত রাজ্য বাস টার্মিনাসকে আধুনিকীকরণ সহ উন্নত করার ক্ষেত্রে নিজের সাফল্য তুলে ধরেছেন।

বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে এই কর্পোরেশন আগামী দিনে আরো উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version