সংবাদ প্রতিনিধি,, আগরতলা ,,১৬ ফেব্রুয়ারি,,
রাজ্যে সরকারি ন্যায্য মূল্যের দোকান তথা রেশন শোপে পাওয়া যাবে গোমতী দুগ্ধজাত পণ্য। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে সরকারি ন্যায্য মূল্যের দোকানে এই অত্যাধুনিক সুবিধা চালু করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আগরতলা পুর নিগমের মেয়ের দীপক মজুমদার সহ অন্যান্যরা।

আগরতলা প্রগতি স্কুল সংলগ্ন ৬১ নম্বর রেশন শোপে এদিন এই সুবিধার আনুষ্ঠানিক সূচনা হয়। এই ধরনের উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী বিভাগীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর প্রশংসা করেন। প্রসঙ্গত আগরতলা গোমতী কো-অপারেটিভে তৈরি দুধ, দই ,পনির, আইসক্রিম এখন থেকে পাওয়া যাবে। তবে শুক্রবার থেকে প্রাথমিকভাবে আগরতলা শহরের নির্দিষ্ট ১৫টি রেশনে এই সুবিধা চালু হয়েছে। রেশন ভোক্তাদের মতামত জানার পর আগামী দিনে রাজ্যের সবকটি ধাপে ধাপে এই সুবিধা চালু হবে।