Home ত্রিপুরার খবর আগরতলা খবর জিআরপি থানার তৎপরতা; লংকামুড়া থেকে গ্রেপ্তার ইন্ডিয়ান টাউট।

জিআরপি থানার তৎপরতা; লংকামুড়া থেকে গ্রেপ্তার ইন্ডিয়ান টাউট।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১১ ডিসেম্বর,,

মঙ্গলবার রাতে গোপন খবরের ভিত্তিতে বিএসএফ এবং রামনগর ফাঁড়ি থানার পুলিশের তৎপরতায় এক ভারতীয় টাউটকে গ্রেফতার করলো আগরতলা জিআরপি থানা পুলিশ। ধৃতের নাম হরেন্দ্র দাস (৪১)। তার বাড়ি পশ্চিম থানাধীন লঙ্কা মুড়া এলাকায়। সে অনেক দিন ধরে, অনেক বাংলাদেশী নাগরিককে অবৈধ ভাবে বর্ডার ক্রস করে ভারতের বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যবস্থা করে রেল পথের মাধ্যমে। অনেক দিন আগরতলা জি আর পি থানার পুলিশ সাদা পোশাকে তার উপর নজর রেখেছিল। এই এলাকায় আরো মানব পাচার কারীর নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রের খবর। তাদেরকেও শীঘ্রই আইনের আওতায় আনা হবে। বুধবার ধৃত হরেন্দ্র দাসকে আদালতে হাজির করা হবে বলে জিআরপি থানার পুলিশ জানিয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version