সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২১ অক্টোবর,,
সপ্তমীর দুপুরে আসাম আগরতলা জাতীয় সড়কের জিরানীয়াতে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল একই যুবকের। মৃতের নাম তপন দাস (২৬)। বাড়ি তেলিয়ামুড়াতে। পুলিশ সূত্রের বিবরণ শনিবার দুপুরে সে স্কুটিতে আগরতলা আসার পথে জিরানিয়া কলাবাগানে দ্রুতগামী একটি তেলের ট্যাঙ্কার তপন দাসকে ধাক্কা দেয় । ট্যাংকরের ধাক্কায় তপন দাস রাস্তায় পড়ে গেলে ট্যাংকারের পেছনের চাকায় সে পৃষ্ট হয়ে যায়। রাস্তায় দুর্ঘটনাগ্রস্থ তপন দাসের মৃতদেহের অবস্থায় এমনই বীভৎস ছিল যে তার চেহারা এবং শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শীদের অনেকেই মৃতদেহের অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়েন। পরে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের অংশ উদ্ধার করে এবং রাস্তা পরিষ্কার করে। উৎসবের মধ্যে তরুণ যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে। জিরানিয়া থানার পুলিশ দুর্ঘটনার মামলা নিয়ে ঘাতক ট্যাংকার টিকে আটক করেছে।