Home আন্তর্জাতিক সংবাদ জন্মদাত্রীকে ধর্ষণ! যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্তের।

জন্মদাত্রীকে ধর্ষণ! যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্তের।

0

সংবাদ প্রতিনিধি ,,আগরতলা,,৮ সেপ্টেম্বর,,,

জন্মদাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের শাস্তি দিল আদালত। অভিযুক্ত যুবকের নাম অজয় দেববর্মা (২৩)। তার বাড়ি টাকারজলা এলাকায়। তার বিরুদ্ধে অভিযোগ ২০২২ সালে সে তার জন্মদাত্রী মাকে ধর্ষণ করেছিল।

ছেলে নামক পাষন্ড অজয় দেববর্মার বিরুদ্ধে টাকারজলা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। টাকারজলা থানার পুলিশ নেক্কারজনক এই ঘটনায় মামলা নিয়ে (মামলার নম্বর ১৯/ ২০২২)তদন্ত শুরু করেন। পুলিশ অভিযুক্ত অজয় দেববর্মাকে গ্রেফতার করার পর তাকে জেলে রেখে সমস্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। শুক্রবার ৮সেপ্টেম্বর এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন বিশালগড় এডিশনাল সেশন জার্জ। এই মামলায় আদালতে ২০ জন সাক্ষ্য দান করেন। আদালত অভিযুক্তকে যাবত জীবন কারাদণ্ড সহ ১০হাজার টাকা জরিমানা করেছে ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version