Home জাতীয় খবর উপনির্বাচন: ত্রিপুরা এবং উত্তরাখন্ডে জয় পেলেও দেশের চার রাজ্যেই পরাজয়ের মুখে বিজেপি।...

উপনির্বাচন: ত্রিপুরা এবং উত্তরাখন্ডে জয় পেলেও দেশের চার রাজ্যেই পরাজয়ের মুখে বিজেপি। নতুন সম্ভাবনা ‘ইন্ডিয়ার’!

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৮ সেপ্টেম্বর,,,

প্রত্যাশিতভাবেই ত্রিপুরার দুটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে জয় পেল শাসক দল বিজেপি। কিন্তু দেশের ছয় রাজ্যের সাতটি আসনে উপনির্বাচনে চারটিতেই নিশ্চিত পরাজয়ের মুখে রয়েছে বিজেপি। ত্রিপুরার দীর্ঘদিনের ইতিহাস ভেঙ্গে সংখ্যালঘু অধ্যুষিত বক্সনগর বিধানসভা কেন্দ্রে অবাম প্রার্থী হিসেবে রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয় পেল বিজেপির প্রার্থী তফাজ্জল হোসেন।

বক্সনগর কেন্দ্রে বিজেপির প্রার্থী তফাজ্জল হোসেন ৩০২৩৭ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের প্রার্থী মিজানুর রহমানকে পরাজিত করেছেন। অন্যদিকে ধনপুর বিধানসভা কেন্দ্রর বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ ৩০০১৭ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের কৌশিক চন্দকে পরাজিত করেছেন।

উভয় কেন্দ্রেই সিপিআইএমের ভোটের হার অত্যন্ত নগণ্য। ভোটের ফলাফল ঘোষণা হতেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। বক্সনগরে ছুটে গেছেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ একাধীক রাজ্য নেতৃত্ব। ত্রিপুরার দুটি আসন ছাড়া উত্তরাখন্ড বাঘেশ্বর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ের পথে এগিয়ে আছেন। কিন্তু ছয় রাজ্যে উপনির্বাচনের ফলাফলে কেরল ভারতীয় জাতীয় কংগ্রেস, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, ঝাড়খন্ডে এ জে এস ইউ পার্টি, এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় পেয়েছেন।

প্রসঙ্গত ত্রিপুরাতে ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে ভোটের দিন ছাপ্পা ভোট, বুথ জ্যাম সহ সন্ত্রাসের অভিযোগে পুনঃনির্বাচনের দাবি করেছিল বিরোধী দল সিপিআইএম। পরবর্তীকালে সিপিআইএম ভোট গণনা বয়কট করে। শুক্রবার বিরোধী বিহীন গণনা কেন্দ্রে প্রথম রাউন্ড থেকেই বিজেপি প্রার্থীরা এগিয়ে ছিলেন। ক্রমশ ভোটে জয় পরাজয়ের ব্যবধান বাড়তে থাকে। চূড়ান্ত রাউন্ড গণনার পর উভয় কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। যদিও দেশের ৬ রাজ্যে ৭টি আসনে উপনির্বাচনের ফলাফলের নিরিখে শাসক দল বিজেপি তেমন ভালো ফল করতে পারেনি। কেরালা ,ঝাড়খন্ড, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফলাফলে জয় পেয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেসসহ ‘ইন্ডিয়া’ বিরোধী জোটের প্রার্থীরা। ত্রিপুরার দুটি আসন সহ উত্তরাখণ্ডের একটি আসনে উপ নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। ২৪-এ লোকসভা নির্বাচনের আগে উপ নির্বাচনে বিজেপির এই দুর্বল অবস্থান ‘ইন্ডিয়া’ জোটের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version