সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৩ মার্চ,,
রাজধানীতে ঘরের ভেতর ৫৪ বছর বয়সি এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘরের ভিতরেই জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে সেই মৃত ব্যক্তির বৃদ্ধ মা। ঘটনা আগরতলার পূর্ব থানাধীন শিবনগর কলেজ রোড এলাকায় । মৃত ব্যক্তির নাম সুধীর সুর চৌধুরী( ৫৪)। প্রাথমিকভাবে জানা গেছে সুধীর সুর চৌধুরী এবং তার বৃদ্ধ মা কল্যাণী সুর চৌধুরী এই বাড়িতে থাকতেন। বৃদ্ধ মা এবং ছেলে কারো সাথে তেমন বেশি কথাবার্তা বলতেন না। গত সপ্তাহ যাবৎ মা ছেলে কাউকেই দেখতে পাননি প্রতিবেশীরা। এর মধ্যেই তাদের এক নিকট আত্মীয় রবিবার দুপুরে তাদের খোঁজ নিতে আসেন। বাড়িতে ঢুকতেই পাওয়া যায় পচা দুর্গন্ধ। ঘরের ভেতরে সিঁড়ির পাশে উদ্ধার হয় সুধীর সুর চৌধুরীর পচা গলা মৃতদেহ। মৃতদেহ থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। আশ্চর্যজনকভাবে সেই ঘরের ভেতরে জীবিত অবস্থায় বিছানার উপর শুয়েছিলেন বৃদ্ধ মা কল্যাণী সুর চৌধুরী। খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তদন্তের স্বার্থে নেওয়া হয় ফরেনসিক টিম।

পরে জিবি হাসপাতালের মর্গের লোকজন গিয়ে কোনক্রমে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়। মৃতদেহ দেখার পর পুলিশের ধারণা অন্তত সাত দিন আগে এই লোকটির মৃত্যু হয়েছিল। স্থানীয়ভাবে জানা গেছে সুধীর চৌধুরীর মা কল্যাণী সুর চৌধুরী দীর্ঘদিন যাবত অসুস্থ এবং বিছানায় শয্যাশায়ী ছিলেন । ধারণা করা হচ্ছে ছেলে মৃত্যুর পর তিনি বিছানা থেকে উঠতে পারেননি বলেন সেই ঘটনা কাউকে জানাতেও পারেননি। পচা কলা মৃতদেহের গন্ধে বৃদ্ধ কল্যাণী সুর চৌধুরীও মৃতপ্রায় অবস্থায় বিছানার উপর পড়েছিলেন। দমকল কর্মীরা ওই মহিলাকে উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়।
রাজধানীর বুকে এই ঘটনায় স্থানীয় জনমনে চাঞ্চল্য বিরাজ করছে। সুধীর চৌধুরীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।