প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড়,, ১০ জুন,,
এডিসি প্রশাসনের চাকরি পরীক্ষার উত্তরপত্র ফাঁসের ঘটনার তদন্তে আরো একজনকে গ্রেফতার করলো তদন্তকারী পুলিশ। রবিবার গভীর রাতে বিশালগড় থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় অমিত দেববর্মা নামে এক যুবককে। অমিত দেববর্মা উত্তরপত্র ফাঁসের ঘটনায় জড়িত রয়েছেন। বিশালগড় গোলাঘাটি কসবা এলাকা থেকে রবিবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশ তাকে আটক করে। সোমবার তাকে তুলে দেওয়া হয় পশ্চিম থানার পুলিশের হাতে। জানাযায় এডিসির চাকরি পরীক্ষার উত্তরপত্র ফাঁস সম্পর্কিত পশ্চিম থানার ৭০/২০২৪ নম্বর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে এই মামলায় রাজধানীর অ্যাডভাইজার চৌমুহনী থেকে গ্রেফতার করা হয়েছিল চয়ন সাহা নামে এক জেরক্সের দোকানের মালিককে। যদিও এই মামলায় এডিসি প্রশাসনের একাধিক আধিকারিকের নাম উঠে আসলেও পুলিশ তাদের গ্রেফতারের সাহস পাচ্ছে না।