Home জাতীয় খবর চড়িলামে দল বদল; শাসক ছেড়ে মথায় অর্ধশত ভোটার।

চড়িলামে দল বদল; শাসক ছেড়ে মথায় অর্ধশত ভোটার।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড়,, ১১ জানুয়ারি,,

শাসক দল বিজেপি সহ কংগ্রেস এবং সিপিআইএম ছেড়ে তিপড়ামথায় যোগ দিলেন প্রায় ৫০ জন ভোটার। শনিবার এই দলবদল অনুষ্ঠানে হয় চড়িলাম বিধানসভা কেন্দ্রে। এদিন দুপুরে বিশ্রামগঞ্জ তিপড়ামথা দলীয় কার্যালয়ে যোগদান সভাটি অনুষ্ঠিত হয়। এই সভায় বিজেপি, কংগ্রেস দল ত্যাগ করে বিধানসভার একাধিক নেতা তিপড়ামথা দলে যোগদান করেন। এদিনের যোগদান সভায় নেতৃত্ব দিয়েছেন তিপড়ামথা দলের চড়িলাম ব্লক চেয়ারম্যান বুদ্ধ দেববর্মা সহ স্থানীয় নেতৃত্ব। বুদ্ধ দেববর্মা দলত্যাগীদের হাতে মথার দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন । আগামী দিনেও আরো বহু সংখ্যক ভোটার এই বিধানসভা কেন্দ্রে মাথায় সামিল হবে বলে বুদ্ধ দেববর্মা ঘোষণা দিয়েছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version