প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,৫ আগস্ট,,
গোহাটিতে অনুষ্ঠিত নবম বেনু ফেস্টিবলে ওডিসি নৃত্যের মাধ্যমে দর্শকদের মন জয় করলেন রাজ্যের মেয়ে সানিয়া বাসফোর। সানিয়া বাসফোর সেই অনুষ্ঠানে নিজের দুর্দান্ত পারফরমেন্সের জন্য কলা রত্নমনি নৃত্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

গত ২৬ জুলাই গোহাটিতে এই নবম বেনু ফেস্টিবল অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ভারতীয় নৃত্য সহ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীরা অংশগ্রহণ করেন। সেখানে রাজ্য থেকে সানিয়া বাসাবোর সহ দুই জন শিল্পী অংশগ্রহণ করেছিলেন। প্রসঙ্গত সানিয়া বাসফোর চিত্রকলা একাডেমিতে নৃত্যগুরু পিংকি দেববর্মার কাছে নাচ শিখেছেন।