Home ত্রিপুরার খবর আগরতলা খবর খয়েরপুরে শুরু হল এই মরশুমের ধান ক্রয় প্রক্রিয়া; অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক।

খয়েরপুরে শুরু হল এই মরশুমের ধান ক্রয় প্রক্রিয়া; অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১৪ আগস্ট,,

বৃহস্পতিবার খয়েরপুর বিধানসভার পুরাতন আগরতলা ব্লকের অধীন কৃষক বন্ধুদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় করার প্রক্রিয়ার উদ্বোধন হয়েছে। পুরাতন আগরতলা ব্লকের অন্তর্গত চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী।

এদিন ১২০জন কৃষকের কাছ থেকে ৯২০ টাকা মন হিসেবে ৪,০৫২.৫ মন ধান বিক্রয় করা হয়েছে। এই ধান বিক্রি করে কৃষকরা পাচ্ছেন ৩৭ লক্ষ্য ২৮ হাজার ৩০০ টাকা। বিধায়ক রতন চক্রবর্তী বলেন ত্রিপুরায় বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৯ সাল থেকে প্রতি মরশুমে রাজ্যের বিভিন্ন স্থানে গিয়ে ক্যাম্পের মাধ্যমে কৃষক বন্ধুদের থেকে ধান ক্রয় করছে সরকার । তাতে করে কৃষকরা সঠিক মূল্যের বিনিময়ে নিজেদের ফসল সহজে বিক্রি করতে পারছেন। কৃষক স্বার্থে সরকারের এই প্রক্রিয়া দেশের সরকারের সবকা বিকাশ এবং উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করতে সহায়তা করেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version