প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৬ জুলাই,,
গত ৩ জুলাই মঙ্গলবার রাতে অতিবৃষ্টিতে মাটির ওয়াল ধসে পড়ে মৃত্যু হয়েছিল খয়েরপুর মেঘলীপাড়া চা বাগানের ধর্মটিলায় প্রানেশ তাঁতি এবং তার স্ত্রী ঝুমা তাঁতির । সেই ঘটনায় জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের ৩ মাসের শিশু সন্তান। অনাথ অবস্থায় নিরাশ্রয় রয়েছে তাদের ৯ বছরের নাবালিকা। শুক্রবার মেঘলিপাড়ায় সেই অসহায় পরিবারের কাছে ছুটে যায় সিপিআইএমের এক প্রতিনিধি দল। সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন খয়েরপুর এলাকার প্রাক্তন বিধায়ক পবিত্র কর এবং সিপিআইএমের সদর নেতা রতন দাস। তারা সেই অভিশপ্ত বাড়িতে গিয়ে প্রানেশ তাঁতির পরিবারের সঙ্গে কথা বলেন। সিপিআইএম প্রতিনিধিরা এই অসহায় পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পরবর্তীকালে সেখান থেকে তারা জিবি হাসপাতালে যান। হাসপাতালে তিন মাসের শিশু সন্তানের শারীরিক অবস্থার খবর নেন।
হাসপাতালে শিশুর সঙ্গে তার মাসি রয়েছে। সিপিআইএম প্রতিনিধি দল শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেছেন। এই ক্ষতিগ্রস্ত পরিবার যাতে উপযুক্ত সরকারি সাহায্য পায় তার জন্য দলীয়ভাবে দাবি তোলা হবে বলে প্রতিনিধি দল জানিয়েছে।