Home ত্রিপুরার খবর আগরতলা খবর খয়েরপুরে পঞ্চায়েত স্তরে সার্বিক বিকাশে গুরুত্বারোপ বিধায়কের।

খয়েরপুরে পঞ্চায়েত স্তরে সার্বিক বিকাশে গুরুত্বারোপ বিধায়কের।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১১ আগস্ট,,

প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে পঞ্চায়েত স্তরে নাগরিকদের সার্বিক উন্নয়নে আরও গুরুত্ব সহকারে কাজ করতে জনপ্রতিনিধিদের পরামর্শ করলেন বিধায়ক রতন চক্রবর্তী। সোমবার খয়েরপুর পুরাতন আগরতলা ব্লকের অধীন বিভিন্ন পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানদের নিয়ে একটি আলোচনা বৈঠকে মিলিত হন বিধায়ক রতন চক্রবর্তী। জানা গেছে খয়েরপুর পুরাতন আগরতলা ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েতে নাগরিক উন্নয়নের লাখ লাখ টাকা এখনো অব্যায়িত রয়ে গেছে। সম্প্রতি রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নের টাকা অব্যায়িত থাকার বিষয়ে একটি তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় দ্বিতীয় শীর্ষে রয়েছে পুরাতন ব্লকের অধীনে কিছু পঞ্চায়েত এলাকা। এই পঞ্চায়েত গুলিতে নাগরিক উন্নয়ন খাতে প্রচুর পরিমাণ অর্থ জমা পরে থাকলেও তা সঠিক সময়ে সঠিকভাবে খরচ হয়নি। খরচ না করতে পারায় এখন সেই টাকা ফেরত যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নজরে আসার পরই পঞ্চায়েত প্রতিনিধিদের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন বিধায়ক রতন চক্রবর্তী। কেন নাগরিক উন্নয়নের খাতে আসা টাকা ফেরত যাবে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন? তিনি প্রধান উপপ্রধানদের কাছে জানতে চান কেন সঠিক সময়ে পঞ্চায়েত প্রতিনিধিরা নিজেদের এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেনি এবং সরকারের অর্থের সঠিক বিকাশ করেননি । বিধায়ক প্রত্যেক পঞ্চায়েত প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন সরকারের নিয়ম-নীতি মেনে নাগরিক বিকাশের টাকা সঠিক সময়ে সঠিকভাবে খরচ করার জন্য।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version