সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২২ ডিসেম্বর,,
খয়েরপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে প্রায় নয় লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল বোধজঙনগর থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় খয়েরপুর ফাঁড়ি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বেসরকারি লজিস্টিক হাবের সামনে থেকে কে এল ০১ এ এল ৪১৮৩ নম্বরের কন্টেনার গাড়ি আটক করে। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে ১২ কার্টুনে ১৯২০ বোতল নিষিদ্ধ এস্কফ এবং ফেন্সিডিল উদ্ধার হয়। পুলিশ গাড়িটি আটক করেছে এবং গাড়িচালক জোগেন হাজারিকাকে গ্রেফতার করেছে। বোধজঙনগর থানার ওসি কৃষ্ণধন সরকার বলেন এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে।