Home খেলার খবর কামিনী মোহন স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় জয়ী ব্লুস্টার দল।

কামিনী মোহন স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় জয়ী ব্লুস্টার দল।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১১ ফেব্রুয়ারি,,

বাঘা যতীন মর্নিং ক্লাব আয়োজিত”কামিনীমোহন স্মৃতি ফুটবল প্রতিযোগিতা ২০২৪”-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো রবিবার। এদিন আগরতলা রামঠাকুর পাঠশালা বয়েজ স্কুল মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ব্লু স্টার এবং অল স্টার দলের মধ্যে। খেলা শেষে ব্লু স্টার দল পাঁচ এক গোলে অল স্টার দলকে পরাজিত করে। ৫০ বছর আগে প্রয়াত এলাকার বিশিষ্ট নাগরিক কামিনী মোহন কর স্মৃতিতে আয়োজিত এই ফুটবল ম্যাচকে কেন্দ্র করে স্থানীয় নাগরিক মহলে উৎসাহ লক্ষ্য নিয়েছিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version