আগরতলা,, ১১ ফেব্রুয়ারি,,
শনিবার আগরতলা বাধারঘাট আমতলী স্কুল মাঠে কমল কাপ ক্রিকেট ম্যাচের ফাইনালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই ক্রিকেট ম্যাচে হাজারো দর্শকের সমাগম ছিল। সেখানে মুখ্যমন্ত্রী ক্রিকেট ব্যাট হাতে নিয়ে ফাইনাল ম্যাচের সূচনা করেন।
এই ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে নাগরিক মহলে উৎসাহ লক্ষ্য নিয়ছিল।