প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৫ সেপ্টেম্বর,,
বৃহস্পতিবার সাতসকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল ইন্দ্রনগর স্কুল সংলগ্ন চৌমুনি এলাকায়। মৃত ব্যক্তির নাম মনীষ দেব(৪৫) ওরফে শাঙ্কু বলে জানা গেছে। স্থানীয় একটি বেকারির পাশে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ মৃতদেহে চামড়া উঠানো ছিল। ছিল একাধিক ক্ষত চিহ্ন। প্রত্যক্ষদর্শীদের দাবি মৃত ব্যক্তির মুখে এবং শরীরে এসিড ঢেলে জ্বালানো হয়েছিল। এই মৃত্যুকে খুন বলে অভিযোগ করছেন পরিবারের লোকজন। খবর পেয়ে জিবি ফাঁড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। পুলিশের দাবি ময়নাতদন্তে রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ আপাতত এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।