Home ত্রিপুরার খবর আগরতলা খবর আগরতলা সহ গোটা রাজ্যেই শান্তিতে কাটলো দুর্গোৎসব; আগামীকাল আগরতলায় হবে ‘মায়ের...

আগরতলা সহ গোটা রাজ্যেই শান্তিতে কাটলো দুর্গোৎসব; আগামীকাল আগরতলায় হবে ‘মায়ের গমন’ কার্নিভাল

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৫ অক্টোবর,,
বিক্ষিপ্ত কিছু সড়ক দুর্ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই অতিবাহিত হল এ বছরের দুর্গোৎসব। ষষ্ঠীর দিন থেকে দশমী পর্যন্ত দুর্গাপূজার দিনগুলিতে রাজধানী সহ গোটা রাজ্যেই বড় ধরনের কোন অপরাধের খবর নেই। সদর মহকুমা দুর্গোৎসব সর্বাত্মক শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়। তিনি বলেন পঞ্চমীর দিন থেকে একাদশী পর্যন্ত সদর মহকুমায় কোন ধরনের অপরাধের ঘটনা তো দূরের কথা ছোটখাটো অপীতিকার ঘটনার মামলা নেই পুলিশের কাছে। শান্তিপূর্ণ দুর্গোৎসবের জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজের সামাজিক মাধ্যমে আর রক্ষা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

তবে দূর্গা পূজার দিন গুলিতে কয়েক স্থানে সড়ক দুর্ঘটনায় একাধিক হতাহতের খবর রয়েছে। উৎসবের মধ্যে আগরতলা শহরে এক দুইটি উশৃংখলতার অভিযোগ আসলেও পুলিশ সঙ্গে সঙ্গে তৎপরতা নিয়ে পরিস্থিতি সামাল দেয়। পূজার মধ্যে কোথাও ভিড়কে কেন্দ্র করে মহিলা গঠিত অপরাধেরও অভিযোগ নেই এবছর। পাশাপাশি ট্রাফিক পুলিশের তৎপরতায় আগরতলা শহরে দুর্গাপূজায় দুর্ঘটনায় হতাহতের খবর নেই। নো এন্ট্রির করাকরি একটু বেশি থাকলেও যানবাহনের জঞ্জালের বাইরে আগরতলাতে এ বছর অনেকটা ভিড়মুক্ত পরিবেশে পূজা মন্ডপ দর্শন করতে পেরেছেন দর্শনার্থীরা।

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দর্শনার্থীরা উৎসাহ এবং আনন্দ ঘরে নিরাপদে দুর্গাপূজার আনন্দ উপভোগ করেছেন। এখন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে দশমীর বিসর্জন পর্ব। অন্যদিকে সদর মহাকুমার বাইরেও রাজ্যের কোথাও দুর্গোৎসবকে কেন্দ্র করে কোন ধরনের বড় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজধানী সহ গ্রাম ,পাহাড় সর্বত্রই শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।

তবে পূজার দিনগুলিতে একাধিক সড়ক দুর্ঘটনায় তিন জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। শান্তিপূর্ণ দুর্গোৎসবের পর ২৬ অক্টোবর বৃহস্পতিবার আগরতলায় অনুষ্ঠিত হবে মায়ের গমন কার্নিভাল অনুষ্ঠান। এদিনের কার্নিভাল অনুষ্ঠান সন্ধ্যা ৫ টা থেকে রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে শুরু হয়ে জ্যাকসন গেইট এবং কামান চৌমুহনি হয়ে সিটি সেন্টারের সামনে দিয়ে দশমীঘাট পৌঁছাবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version