সংবাদ প্রতিনিধি,, বক্সনগর,,৪ অক্টোবর,,,
বক্সনগরে এম এল এ কাপ নক্ আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামি ৬ অক্টোবর। বক্সনগর মিনি স্ট্যাডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের সূচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত থাকবেন বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেন সহ অন্যান্য অতিথিরা। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসনিক , রাজনৈতিক সহ নাগরিক স্তরে ব্যাপক প্রস্তুতি রয়েছে। এই প্রস্তুতির অঙ্গ হিসেবে বুধবার বক্সনগর স্হীত আলামিন মিশন একাডেমির ছাএরা স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে সাফাই অভিযান করে। তারা মাঠের আশে পাশের সমস্ত রাস্তা ঘাট পরিস্কার করেন।