Home ত্রিপুরার খবর আগরতলা খবর ২৪ -এ ফের মোদিজীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার: ত্রিপুরার দুটি আসনে জয় নিশ্চিত...

২৪ -এ ফের মোদিজীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার: ত্রিপুরার দুটি আসনে জয় নিশ্চিত বিজেপির । সাংগঠনিক বৈঠকে দাবি মুখ্যমন্ত্রীর

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৭ ডিসেম্বর,,

২০২৪-এ কেন্দ্রে ফের ক্ষমতায় আসছে বিজেপি সরকার। ত্রিপুরার দুটি লোকসভা আসনেও আরো বেশি ভোটে জিতবে বিজেপি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের জনজাতি অধ্যুষিত ২০টি আসনের ভোট প্রস্তুতি নিয়ে সাংগঠনিক বৈঠকে সাংবাদিকদের কাছে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

বৃহস্পতিবার আগরতলা বিজেপির মুখ্য কার্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনজাতি অধ্যুষিত বিধানসভার বিধায়ক এবং নেতাদের নিয়ে বিজেপি সদর কার্যালয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, জনজাতি মোর্চার সভাপতি তথা মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী সান্তনা চাকমা, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠকের শুরুতে সাংবাদিকদের সামনে লোকসভা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বলেন ‘সেবা-ই সংগঠন’এই নীতিতে দলীয়ভাবে অনেক আগে থেকেই ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে। উপজাতী অধ্যুষিত ২০টি বিধানসভা কেন্দ্রে জোর পর্যায়ে সংগঠন বিস্তারের কাজ চলছে। বুথ লেভেল থেকে শুরু করে একেবারে সর্বনিম্ন স্তর পর্যন্ত কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় তা নিয়ে প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রী বলেন বলেন ২৪- এ দেশে আবার বিজেপি সরকার হচ্ছে। ত্রিপুরাতেও দুটি আসনেই আরো বেশি ভোটে বিজেপি জয়লাভ করবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যেটা চলছে সেটাই ২০২৪ এ আবার ক্ষমতায় আসবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version