প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা ,,২৩ নভেম্বর,,
ত্রিপ্রাসাদের ত্রিং উৎসবের পর এবার রিয়াং জনজাতিদের হজাগিরি উৎসবে রাজ্য সরকারি ছুটি ঘোষণার দাবি জানালো কাউ ব্রো এক্সপার্ট কমিটি। শাসকদলের বিধায়ক প্রমোদ রিয়াং-র নেতৃত্বে রিয়াং সম্প্রদায়ের বিভিন্ন দাবি নিয়ে একটি বিশেষ বৈঠকের পর এই দাবি তোলা হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় আগরতলায় সার্কিট হাউস সংলগ্ন টিএফডিপিসি-র সভাগৃহে । সভায় রিয়াং জনজাতি সম্প্রদায়ভুক্ত জনপ্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সমেত বিভিন্ন অংশের মানুষেরা অংশ নেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ। এই বৈঠকে রিয়াং জনজাতির সংস্কৃতি এবং ভাষার বিকাশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
সেখানে রিয়াং জনজাতিদের মাতৃভাষা কাউ ব্রো (Bru) কে সরকারি স্বীকৃতি সহ হজাগিরি দিবসে সরকারি ছুটির দিন হিসাবে ঘোষণার দাবি উত্থাপন করা হয়েছে। অন্যদিকে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে মন্ত্রী রতনলাল নাথ বলেন রাজ্যের বিজেপি জোট সরকার সমস্ত ভাষার বিকাশে যথেষ্ট উদ্যোগী এবং যত্নশীল। খুব শীঘ্রই রিয়াং জনজাতিদের দাবি পূরণ করার ক্ষেত্রে সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।