Home খেলার খবর স্বামী বিবেকানন্দ মাঠে বার পূজা; এ-ডিভিশনে খেলার প্রস্তুতি নাইন বুলেটের।

স্বামী বিবেকানন্দ মাঠে বার পূজা; এ-ডিভিশনে খেলার প্রস্তুতি নাইন বুলেটের।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৭ জুলাই,,

বার পূজা দিয়ে এবছরের ফুটবল যাএা শুরু করলো আগরতলার খ্যাতনামা নাইন বুলেট ক্লাব। গত বছর বি-ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় চ্যাষ্পিয়ন হয়েছিল এই ক্লাব। জায়গা দখল করে নিয়েছিল এ-ডিভিশনে । ২০১৮ সালের পর দীর্ঘ ৫ বছর বাদে আবারো এ-ডিভিশনে খেলতে নামবে রাজধানী আগরতলার ফুটবল খ্যাত নাইন বুলেট ক্লাব। এইজন্য খেলা শুরুর আগে রবিবার স্বামী বিবেকানন্দ মাঠের উওর দিকে গোল বারে বার পূজা দিয়ে যাএা শুরু করলেন ক্লাব কর্মকর্তা। ক্লাবের এক কর্মকর্তা জানান ইতিমধ্যেই ক্লাবের ফুটবল টিম গঠন হয়ে গেছে। দলের ফুটবল কোচ কর্নেন্দু দেববর্মার তত্ত্বাবধানে চলতি মাসের শেষের দিকে অনুশীলনে নামবে নাইন বুলেট ক্লাবের ফুটবলাররা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version