Home ত্রিপুরার খবর সোমবার পবিত্র ঈদুল আযহা; আল্লাহর নামে আত্মত্যাগই মূল তাৎপর্য ।

সোমবার পবিত্র ঈদুল আযহা; আল্লাহর নামে আত্মত্যাগই মূল তাৎপর্য ।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৬ জুন,,

নিজের প্রিয় কিছুকে আল্লাহর নামে কুরবানী করার মধ্য দিয়ে যে পরম আনন্দ ,সেই আনন্দের বার্তা নিয়েই অনুষ্ঠিত হতে চলছে ঈদুল আযহা তথা কুরবানীর ঈদ। সোমবার মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ঈদ উল আযহা তথা কুরবানীর ঈদ উৎসব। গোটা বিশ্ব এবং দেশের সাথে রাজ্যের ধর্মপ্রাণ মুসলিমরা কুরবানী ঈদের প্রস্তুতি নিয়েছেন। এদিন সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এবং পরে ধর্মপ্রাণরা বাড়িতে হালাল চার পায়ের পশু কুরবানী করবেন। সেই কুরবানীর পশুর মাংস এলাকার গরিব এবং আত্মীয় পরিজনদের মধ্যে বিলি করা হবে। প্রতিবছরের মতো এবারো রাজ্যে ঈদের মূল নামাজ হবে আগরতলা গেদু মিয়া মসজিদে। সকাল ৮টায় গেদু মিয়া মসজিদে ঈদের নামাজ পাঠ করাবেন মৌলানা আব্দুর রহমান। সঙ্গে থাকবেন মৌলানা মইনুল হক সাহেব। একই সাথে রাজ্যের সর্বত্রই মসজিদ এবং ঈদগাহ গুলোতে ঈদের নামাজ আদায় হবে। কোরবানি ঈদকে কেন্দ্র করে এ বছর রাজ্যের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। তবে ‘কুরবানী’ হোক কিংবা ‘বলি’ ধর্মের নামে নিরীহ পশু হত্যার বিষয়টিকে কেন্দ্র করে পশু প্রেমীদের মধ্যে কিছুটা উদাসীনতার ছাপ রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version