Home ত্রিপুরার খবর রাজ্যে বাড়ছে বধূ পলায়নের ঘটনা ! আতঙ্কে সুস্থ সমাজ ব্যবস্থা।

রাজ্যে বাড়ছে বধূ পলায়নের ঘটনা ! আতঙ্কে সুস্থ সমাজ ব্যবস্থা।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৬ জুন,,

রাজ্যে ভয়ানক ভাবে বাড়ছে বধূ পলায়ণের ঘটনা। মোবাইলে পরিচয়ের সূত্র ধরে কিংবা বহিরাজের ফেরিওয়ালা ও শ্রমিকদের সঙ্গে প্রেমের জালে আটকে একাংশ গৃহবধূ স্বামী সংসার ছেড়ে পালিয়ে যাচ্ছেন। বেলাল্লাপনার চূড়ান্ত সীমায় একাংশ গৃহবধূ নিজের সন্তানদের মায়া ছাড়তেও দ্বিধাবোধ করছেন না। শনিবার এমনই একটি গৃহবধূ পলায়নের ঘটনা সামনে আসলো ধলাই জেলার ছাউমনু গ্রামে। নিজের থেকে প্রায় দশ বছরের ছোট এক প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তিন সন্তানের জননী গৃহবধূ। পরে আসাম পালিয়ে যাওয়ার আগে গৃহবধূর স্বামীর অভিযোগ মূলে পুলিশ চুড়াইবাড়িতে ওই গৃহবধূ এবং তার প্রেমিককে আটক করে।

গৃহবধুর নাম টুক্কুবী চাকমা (৩৫) বলে জানা গেছে ‌। ধৃত প্রেমিক যুবকের নাম জরিফ উদ্দিন শেখ (২৪)। জরিফ উদ্দিন শেখের বাড়ি অসমের ধুবরী জেলার গোলকগঞ্জ গ্ৰামে। মোবাইলের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গত এক বছর যাবত তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে গত শনিবার আসামের সেই প্রেমিক নিজের প্রেমিকাকে নিতে ছাওমনু ছুটে যায়। প্রেমিকাও ঘরে নিজের তিন সন্তান সহ স্বামীকে ছেড়ে নতুন প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। টুক্কবীর স্বামী স্ত্রীকে খুঁজোখুজি করে না পেয়ে ছাউমনু থানায় নিখোঁজ ডায়েরি করেন।পরে ছাউমনু থানার পুলিশ নিখোঁজের বিষয়টি চুরাইবাড়ি থানায় জানালে থানার সেকেন্ড ওসি প্রিতীময় চাকমার তৎপরতায় এই প্রেমিক যুগল ধরা পড়ে। ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে যাওয়ার যাত্রীবাহী গাড়ি থেকে গতকাল রাতে পুলিশ তাদের দুজনকে আটক করেছে। রবিবার গৃহবধূকে তার স্বামীর হাতে তুলে দেয় চুড়াইবাড়ি থানার পুলিশ। ছাউমনু থানার পুলিশ বিষয়টি তদন্ত করছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version