Home আন্তর্জাতিক সংবাদ সীমান্তে কঠোর নজরদারি বিএসএফের; পাচারকালে উদ্ধার ২.১৮ কেজি সোনা।

সীমান্তে কঠোর নজরদারি বিএসএফের; পাচারকালে উদ্ধার ২.১৮ কেজি সোনা।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৫ ডিসেম্বর,,

ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সীমান্তবর্তী গ্রামে অভিযান চালিয়ে ১ কোটি ৭১ লক্ষ টাকার সোনা উদ্ধার করল বিএসএফ। বিএসএফের ৮১ নম্বর বাহিনীর জোয়ানরা বুধবার রাতে সোনামুড়া মহকুমার সীমান্তবর্তী নেহাল চন্দ্রনগর গ্রামে অভিযান চালিয়ে ২.১৮ কেজি সোনা উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৭১ লক্ষ টাকা বলে বিএসএফের তরফে জানানো হয়েছে। বিএসএফের তরফে জানানো হয়েছে গোপন খবরের ভিত্তিতে নেহাল চন্দ্র নগরের বর্ডার এলাকাতে বিএসএফ এম্বোসে বসেছিল। রাতে সীমান্ত এলাকাতে পাচারকারীদের তৎপরতা লক্ষ্য করা যায়। বি এস এফ জওয়ানরা তাদের ধাওয়া করলেন অন্ধকারে পাচারকারীরা পালিয়ে গেলেও উদ্ধার হয় প্রচুর পরিমাণ স্বর্ণ।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে সোনার বিস্কুট সহ ভারী অলংকার রয়েছে। বিএসএফ সূত্রের দাবি এগুলি পাচারকারীরা বাংলাদেশে পাচারের চেষ্টা করেছিল। কিন্তু বিএসএফের তৎপরতায় সেগুলো উদ্ধার হয়।এছাড়াও গত এক বছরে ত্রিপুরা সীমান্তে বিএসএফ ৫৫ জন রোহিঙ্গা নাগরিক ৬৭৫ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। উদ্ধার করেছে প্রায় ৪৮ কোটি টাকার পাচার সামগ্রী। সীমান্ত সুরক্ষায় বিএসএফ অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে চলছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version