Home ত্রিপুরার খবর শ্রাবণ মাসের সংক্রান্তিতে রাজ্যেও মনসা পূজায় ভক্তদের শ্রদ্ধা।

শ্রাবণ মাসের সংক্রান্তিতে রাজ্যেও মনসা পূজায় ভক্তদের শ্রদ্ধা।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৭ আগস্ট,,

শনিবার শ্রাবণ মাসের সংক্রান্তি । এই তিথিতেই পূজিত হন সর্পদেবী মনসা। মনসা, কেতকা, পদ্মাবতী এই নামেই মনসা দেবী সমধিক প্রসিদ্ধ। বিহার , বাংলা , ত্রিপুরা,ওড়িশা , ঝাড়খণ্ড , আসাম এবং উত্তর-পূর্ব ভারতের অন্যান্য অংশে এবং উত্তরাখণ্ডে মনসা দেবী বিশেষভাবে পূজনীয়। ধর্মীয়ভাবে বিভিন্ন ধরনের ব্যাখ্যা থাকলেও প্রধানত সাপের কামড় প্রতিরোধ ও নিরাময়ের জন্য এবং উর্বরতা ও সমৃদ্ধির জন্য পূজিত হয়ে থাকেন মা মনসা।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

হিন্দুধর্মে মনসা হলেন ভগবান শিবের কন্যা কিন্তু একজন ঋষির দ্বারা লালিত-পালিত হয়েছিলেন তিনি। আমাদের রাজ্যেও ভক্তদের বাড়ি ঘরে যথাযোগ্য মর্যাদায় মনসা পূজা হয়ে থাকে। মনসা পূজা অনুষ্ঠিত হয় আগরতলা দুর্গা বাড়িতে। এছাড়া বিভিন্ন বাড়ি ঘরে ভক্তরা মনসা মায়ের আরাধনার আয়োজন করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version