আগরতলা,,৭ জুন,, রাজ্যের মহিলা ফুটবলারদের উৎসাহ দিতে এবং এগিয়ে নিয়ে যেতে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলো “কল্যানী দে ফাউন্ডেশন”। এবছর মহিলা ফুটবল লিগের আসরে সর্বাধিক গোল স্কোরারকে “কল্যানী দে ফাউন্ডেশন” থেকে দুই হাজার টাকা প্রাইজমানি দেয়ার ঘোষনা করা হয়। ইতিমধ্যেই “কল্যানী দে ফাউন্ডেশন”-এর পক্ষ থেকে ডিরেক্টর অভিষেক দে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকারকে চিঠি দিয়ে বিষয়টি অবগত করেছেন এবং এর প্রতিলিপি দেয়া হয়েছে সচিব অমিত চৌধুরীকেও। টিএফএ “কল্যানী দে ফাউন্ডেশন”-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বিশিষ্ট সমাজসেবী এবং তিন দশক ধরে রাজ্যের প্রথম শ্রেনীর বাংলা সংবাদপত্র স্যন্দন পত্রিকার ডিরেক্টর প্রয়াতা কল্যাণী দে ছিলেন আগরতলা পুর নিগমের কাউন্সিলরও। তাঁর স্মৃতিতে “কল্যানী দে ফাউন্ডেশন” গড়ে তোলা হয় সমাজের দুর্বল অংশের মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করার লক্ষ্য নিয়ে। বিশেষ করে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম সহ অসহায় মানুষের সেবার জন্যই “কল্যানী দে ফাউন্ডেশন” প্রতিনিয়ত কাজ করে চলেছে। এবার মহিলা ফুটবলাদের উৎসাহ দিতে এগিয়ে এসেছে।ধন্যবাদ সহঅভিষেক দেডিরেক্টর “কল্যানী দে ফাউন্ডেশন”।