প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৭ জুন,,
দিনমজুরের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো খয়েরপুর হনুমান মন্দিরের পূজারী শান্তি ব্রত চক্রবর্তীর(৫২)। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে চন্দ্রপুর টাটা কোম্পানি সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় শান্তি ব্রত চক্রবর্তীর বাড়ি খয়েরপুর বিজয় সংঘের পেছনে প্রাক্তন মন্ত্রী প্রয়াত রতন ঘোষের বাড়ির পাশে। তিনি স্থানীয় হনুমান মন্দিরের পূজারী। মন্দিরে পূজা করার পাশাপাশি পরিবার চালানোর জন্য তিনি দিনমজুর হিসেবে কাজ করেন। শুক্রবারে তিনি টাটা কোম্পানি সংলগ্ন একটি প্লাইউডের দোকানে সিলিং এর কাজ করতে গিয়েছিলেন। দোকান মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে কোনো খেয়ালে রাখেননি। অসুরক্ষিতভাবে সিলিং এর উপরে কাজ করতে গিয়ে শান্তি ব্রত চক্রবর্তী উপর থেকে পড়ে যান। লোহার শেকল ছিঁড়ে তাঁর উপরে পড়ে যায় বহু সংখ্যক ফ্লাইউড রাখা ভারি একটি আস্ত কাঠের রেক। প্লাইউডের চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে প্রত্যক্ষদর্শীর বিবরণ। পরবর্তীকালে তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এবং দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। শান্তি ব্রত চক্রবর্তীর ভাই নারায়ণ চক্রবর্তী খয়েরপুর পল্লীমঙ্গল স্কুলের শিক্ষক। শান্তি ব্রত চক্রবর্তী এলাকাতে অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া রয়েছে খয়েরপুর এলাকায়।